• (ও মন) আয় না চলে যাই সাঁইজীর লীলা দেখিতে
    (ও মন) আয় না চলে যাই সাঁইজীর লীলা দেখিতে সুরধুনী গঙ্গার ঘাটেতে। শুধু জলের মধ্যে ফুল ফুটছে রে, ফুলের সৌরভে জগৎ মাতে। ফুলের মূল রয়েছে গোলক-নগরে, সে ফুল পাতালপুরে দীপ্ত করতেছে, সে ফুল ধরবে বলে সাধুজন রে ব’সে আছে যোগ ধিয়ানেতে ।। সে ফুলের মধু পান করব ব’লে দয়াল কেলেসোনা ভ্রমর হয়েছে। প্রভু গুন্‌গুন্‌ রব […] keyboard_arrow_right
  • (ও সে) অধর মানুষ নদীর কুলে ঘাট বেঁধেছে
    (ও সে) অধর মানুষ নদীর কুলে ঘাট বেঁধেছে। তাহে মণিমুক্তা ভিয়ান ক’রে ঘাটে শান বেঁধে দিয়েছে।। পদ্মা যমুনা মিলে ভাগীরথীর লোনা জোয়ারে। এসে তিনভাবে তিন নদীর জলে ভাটা-জোয়ার খেলতেছে।। আদ্য মানুষ অধরচাঁদে এক রূপ তিন রূপ ধরেছে। তিন ধারে তিন রসে মিশে বারাম দিতেছে।। মানুষ তিন রতি হয়ে, তিন রসেতে সোয়ার দিয়ে, ও সে সাধারণী, […] keyboard_arrow_right
  • অধর স্বরূপে মূলাধারে রূপ রয়েছে
    অধর স্বরূপে, মূলাধারে রূপ রয়েছে, স্বধনে শ্যাম গউর হয়েছে।। এবার শান্ত রতি যার হয়েছে, পঞ্চগুণ ধ’রে সে রূপ দেখেছে।। স্বরূপ-শক্তি ক’রে সার, যাতে গোলকের আকার, ও সে রূপ-উদ্দেশে রূপের দেশে নিহেতু নিহার, ও যার সাধনের গুণ হৃদয়ে আছে, সে মধুর রূপে বর্ত করেছে।। বিন্দুকোণের কিরণে মাতায় এ ত্রিভুবনে, প্রেমানন্দে নিরানন্দ তার ঘুচে’ গিয়াছে। ও যে […] keyboard_arrow_right
  • আমারে দেও চরণ-তরী
    আমারে দেও চরণ-তরী! তোমার নামের জোরে পাষাণ গলে, অপারের কাণ্ডারী। পড়েছি এই ঘোর সাগরে , কুপাকে ডুবে মরি।। ভক্ত-অধীন নামটি শুনেছি, ভক্তের পিছে ফিরতেছ হরি, ভক্তহীন হ’য়েছি আমি স্মরণ নিলাম তোমারি।। নির্ধনের ধন, আন্ধলার নড়ি, নির্বলীর বল হও, গুণমণি, পাপী তাপী সব তোমারি, আমায় ফেলো না হরি।। অহল্যা এক পাষাণী ছিল, তোমার চরণ ধূলায় সেও […] keyboard_arrow_right
  • একবার অনুরাগ যার মনে উদয় হয়
    একবার অনুরাগ যার মনে উদয় হয়, সুধা ব’লে গরল দেখ পান করে সদায়। ও তার গরল সুধা হয়ে যায়।। তার প্রমাণ দেখ, ভাই, এই মৃত্তিকার ন্যায়, কত মিষ্ট ফল হচ্ছে জন্ম, লোহা জেরে খায়।। যে জন অনুরাগী হয়, মিষ্ট ফল তার কৃষ্ণ-কথা বলতেছে সদায়। ও সে গুরু পদে নয়ন দেয়, রিপু করে পরাজয়, ভব-নদীর মাঝে […] keyboard_arrow_right
  • খুঁজে কি আর পাবি সে অধরা
    খুঁজে কি আর পাবি সে অধরা, সে নয়নতারা। এই মানুষে মিশে আছে গোপী-মনচোরা।। লীলা সাঙ্গ ক’রে গোরা স্বরূপেতে মিশে আছে মায়া-পাসরা। স্বরূপ-রূপ রসে মিশে রসে হ’য়ে ভোরা।। রসে আলো হয় ছেতারা, রসেতে রূপ গিল্‌টি করা দর্পণের পারা। ও সে রসের নদী জোয়ার এসে বহে তিনটি ধারা।। কারুণ্য তারুণ্যামৃত লাবণ্যেতে তিনটি অর্থ, রসিক জানে তাহা। তারা […] keyboard_arrow_right
  • গুরু কোন্‌ রূপে কর দয়া ভুবনে
    গুরু, কোন্‌ রূপে কর দয়া ভুবনে। অনন্ত অপার লীলা তোমার, মহিমা কে জানে।। তুমি রাধা, তুমি কৃষ্ণ, মন্ত্রদাতা তুমি ইষ্ট, মন্ত্র জানতে সঁপে দিলে সাধু-বৈষ্ণব চরণে।। নবদ্বীপে গোরাচাঁদ, শ্রীক্ষেত্রে হও জগন্নাথ, সাধুবাক্য যাহাই হ’লো দয়া হবে না স্বরূপ বিনে।। বৃন্দাবন আর গয়া-কাশী, সীতাকুণ্ড বারাণসী, মক্কা মদিনে, তীর্থে যদি গউর পেত, ভজনে সাধন করে জীব কেনে।। […] keyboard_arrow_right
  • গুরুপদে নিষ্ঠারতি হয় না মতি
    গুরুপদে নিষ্ঠারতি হয় না মতি, আমার গতি হবে কিসে। মন আমার মুঢ়মতি, সাধন ভক্তি হ’ল না মোর মনের দোষে।। মন আমার গুরু প্রতি দিবারাতি থাকত যদি চরণ-আশে। তবে চরণ-দাসী হ’তাম, ব্রজে যেতাম, থাকতাম ঐ চরণে মিশে।। পা’তাম যদি এমন বৈদ্য মনের বেয়াধ্য সেরে দিত সেই মানুষে। লেগে চরণের জ্যোতি জ্ঞানের মতি সদায় হ’য়ে উঠত ভেসে।। […] keyboard_arrow_right
  • তারে ধরব কি সাধনে
    তারে ধরব কি সাধনে; ব্রহ্মা আদি পায় না যারে যুগযুগান্তর ব’সে ধ্যানে।। বেদ-পুরাণে পাবে নারে নিরূপ নৈরাকারে, নিরাকারে জ্যোতির্ময় আছে ব’সে নিত্যস্থানে।। অনাদির আদি মানুষ অছে সে গোপনে, সেই মানুষ সাধ্য করে রাধাকৃষ্ণ বৃন্দাবনে।। চিন্তামণি-ভূমিবৃক্ষ-কল্প একে বলে গোপী-কৃপা যার হ’য়েছে, সেই পেয়েছে রত্নধনে।। সখীরূপে যে দেখেছে গুরুর ধিয়ানে, পাঞ্জ বলে সেই রসিক দাসী হবে শ্রীচরণে।। keyboard_arrow_right
  • নিগূঢ় লীলা রসিক জানে
    নিগূঢ় লীলা রসিক জানে, সে যে অধিকারী হয় ভজনে।। অবতারে হয় কাণ্ডারী জীবের নিস্তার কারণে।। দয়া কর নিমাই-রূপী, আর আছে হজরত নবী, নিমাই-হজরত একে ভিন্ন ছবি, সাঁই একা একেশ্বর। কাহে হিন্দু কাহে মোছলমান মিলজল হও, মন, সাঁই-সেবনে।। কেহ পুরুষ, কেহ প্রকৃতি, সর্বঘটে সাঁইএর বসতি, করছে খেলা রস-রতি দেখি জগৎমর। এক দিকে হয় ব্রহ্মার সৃষ্টি, এক […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ