তারে ধরব কি সাধনে; ব্রহ্মা আদি পায় না যারে যুগযুগান্তর ব’সে ধ্যানে।।
বেদ-পুরাণে পাবে নারে নিরূপ নৈরাকারে,
নিরাকারে জ্যোতির্ময় আছে ব’সে নিত্যস্থানে।।
অনাদির আদি মানুষ অছে সে গোপনে,
সেই মানুষ সাধ্য করে রাধাকৃষ্ণ বৃন্দাবনে।।
চিন্তামণি-ভূমিবৃক্ষ-কল্প একে বলে গোপী-কৃপা
যার হ’য়েছে, সেই পেয়েছে রত্নধনে।।
সখীরূপে যে দেখেছে গুরুর ধিয়ানে,
পাঞ্জ বলে সেই রসিক দাসী হবে শ্রীচরণে।।