একবার অনুরাগ যার মনে উদয় হয়,
সুধা ব’লে গরল দেখ পান করে সদায়। ও তার গরল সুধা হয়ে যায়।।
তার প্রমাণ দেখ, ভাই, এই মৃত্তিকার ন্যায়,
কত মিষ্ট ফল হচ্ছে জন্ম, লোহা জেরে খায়।।
যে জন অনুরাগী হয়, মিষ্ট ফল তার কৃষ্ণ-কথা বলতেছে সদায়।
ও সে গুরু পদে নয়ন দেয়, রিপু করে পরাজয়,
ভব-নদীর মাঝে সদায় উজান তরী বায়।।
করে গোপী-ভাব আশ্রয়, ব্রজগোপীর ভাব লয়ে সে চৈতন্য ভজয়,
করে মাধুর্য আশ্রয়, পুণ্য মুক্তি নাহি চায়,
পঞ্চবিধ মুক্তি ছেড়ে রূপে নয়ন দেয়।। তার ভক্তি-নিষ্ঠা হয়
এই স্বরূপে সহজ মানুষ ধরেছে নিশ্চয়।
তার শমন-জ্বালা নাই, ও সে রসিক মহাশয়,
হারুচাঁদ কয়, পাঞ্জ রে, তোর শুধু হায় হায়।।