নন্দরাণী কুতূহলে গোপাল লইয়া কোলে
বসিলেন কনক আসনে।
নীলমণি জলধর জিনি শ্যাম কলেবর
সাজাইছে নানা আভরণে।।
রুচির চাঁচর চুল দিয়া নানা বনফুল
চূড়া বান্ধে বাম দিকে টালে।
নব গোরোচনা আনি সুন্দর করিয়া রাণী
তিলক রচিয়া দিল ভালে।।
অলকাতে সারি সারি দিল মুকুতার ঝুরি
তাহে দিল চন্দনের বিন্দু।
কদম্ব মঞ্জরী সনে কুণ্ডল পরাল কানে
ঝলমল করে মুখ ইন্দু।।
গলে গজমতি হার কনক জিঞ্জির আর
গাঁথিয়া দিলেন চারু মণি।
হেমের বলয়া ভূজে পীত বসন কটি মাঝে
চাঁদ মুখের হাসিটি লাবণি।।
বিরিঞ্চি বাসুকি ভব অরুণ আদি যত দেব
করে সবে পদরেণু আশ।
হেম পদাম্বুজে রাণী পরায় নূপুর খানি
কহে দীন বলরাম দাস।।