• নন্দরাণী কুতূহলে গোপাল লইয়া কোলে
    নন্দরাণী কুতূহলে গোপাল লইয়া কোলে বসিলেন কনক আসনে। নীলমণি জলধর জিনি শ্যাম কলেবর সাজাইছে নানা আভরণে।। রুচির চাঁচর চুল দিয়া নানা বনফুল চূড়া বান্ধে বাম দিকে টালে। নব গোরোচনা আনি সুন্দর করিয়া রাণী তিলক রচিয়া দিল ভালে।। অলকাতে সারি সারি দিল মুকুতার ঝুরি তাহে দিল চন্দনের বিন্দু। কদম্ব মঞ্জরী সনে কুণ্ডল পরাল কানে ঝলমল করে […] keyboard_arrow_right
  • নাগর বলয়ে ডাকি এই সে করিব
    নাগর বলয়ে ডাকি এই সে করিব। রাই সঙ্গে একে একে ফাগুয়া খেলিব।। তোমরা সভাই থাক রাই দেহ রণ। কে হারে কে জিনে তবে দেখিব কেমন।। ললিতা বলেন শুন ওহে বনমালী। রণেতে হারিলে কাড়ি লইব মুরলী।। নাগর বলয়ে ভাল ওই বোল তবে। তোমরা হারিলে মোরে কোন ধন দিবে।। হাসিয়া বলেন তবে রাধা সুধামুখী। থাকুক বড়াই তোমার […] keyboard_arrow_right
  • বলরাম তুমি মোর গোপাল লৈয়া যাইছ
    বলরাম তুমি মোর গোপাল লৈয়া যাইছ। যারে ঘুমে চিয়াইয়ে দুগ্ধ পিয়াইতে নারি তারে তুমি গোঠে সাজাইছ।। কত জন্ম ভাগ্য করি আরাধিয়া হর গৌরী পাইলাম এ দুখ পাসরা। কেমনে ধৈরজ ধরে মায়ে কি বলিতে পারে বনে যাউক এ দুধ কোঙরা।। বসন ধরিয়া হাতে ফিরে গোপাল সাথে সাথে দণ্ডে দণ্ডে দশবার খায়। এ হেন দুধের বাছা বনেতে […] keyboard_arrow_right
  • ভোলামন একবার ভাব পরিণাম
    ভোলামন একবার ভাব পরিণাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম।। কৃষ্ণ ভজিবারে সেথা প্রতিজ্ঞা করিলে। সংসারে আসিবা মাত্র সকল ভুলিলে।। কত কষ্টে পাল ভাই ভার্য্যা বেটী-বেটা। কৃষ্ণপদ ভজিতেই বাধে সব লেঠা।। শত জিহ্বা পরনিন্দা পর তোষামোদে। কৃষ্ণনাম কহিতেই রসনায় বাধে।। পরপদ ধরি সদা করিছ লেহনে। নিযুক্ত না কর কর সে পদ সেবনে।। আরে মন […] keyboard_arrow_right
  • যাদবেরে সাজাইয়া চাঁদমুখ নিরখিয়াঁ
    যাদবেরে সাজাইয়া চাঁদমুখ নিরখিয়াঁ আনন্দ সায়রে রাণী ভাসে। মনে সাধ জনমিল মোহন মুরলী দিল ধড়ায় গুঁজিয়া বামপাশে।। সুগন্ধি বনের ফুলে মালা গাঁথি দিল গলে সুগন্ধি চন্দন দিল গায়। ধেনু ফিরাবার তরে পাঁচনী দিলেন করে মণিময় বাধা দিল পায়।। সাজন বাজন লইয়া কনক জিঞ্জির দিয়া বাম কান্ধে দিল নন্দরাণী। ধবলীর গলে দিতে হেমপাটা দিল হাতে গোঠেরে […] keyboard_arrow_right
  • রাই কানু খেলিবারে হইল দুই দল
    রাই কানু খেলিবারে হইল দুই দল। পিচকারি মারে শ্যামে গোপিনী সকল।। মারয়ে আবীর গোরী কস্তূরী চন্দন। ফুলেল মারিছে অঙ্গে জিতিয়ে কাঞ্চন।। আতর গোলাপ মারয়ে শুভ চিত। মারিছে শ্যামের অঙ্গে দেখি বিপরীত।। যে দিগে পলায়ে নাগর সেই দিগে ধায়। নয়ান ঝাঁপিয়া নাগর পলাইতে না পায়।। ললিতা কাড়িয়া নিল শ্যামের পীতধড়া। বিশাখা কাড়িয়া নিল মোহনীয়া চূড়া।। ইন্দুরেখা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ