নাগর বলয়ে ডাকি এই সে করিব।
রাই সঙ্গে একে একে ফাগুয়া খেলিব।।
তোমরা সভাই থাক রাই দেহ রণ।
কে হারে কে জিনে তবে দেখিব কেমন।।
ললিতা বলেন শুন ওহে বনমালী।
রণেতে হারিলে কাড়ি লইব মুরলী।।
নাগর বলয়ে ভাল ওই বোল তবে।
তোমরা হারিলে মোরে কোন ধন দিবে।।
হাসিয়া বলেন তবে রাধা সুধামুখী।
থাকুক বড়াই তোমার আগে রণ দেখি।।
জিনিতে না পার কভু গোপীর সমাজ।
মিছাই গৌরব কর মুখে নাহি লাজ।।
নাগর বলয়ে ভাল ওই সত্য হয়।
আপনার যশ বিনে কেবা অন্য কয়।।
হারিলে মুরলী দিব আর পীতধড়া।
রাধার চরণে দিব মোহনীয়া চূড়া।।
চতুরা নাগরী রাধে সব জান তুমি।
তোমরা কি দিবে বল এই বলি আমি।
রাই কহে শঠ কথা না সহে তোমার।
হারিলে বেসর দিব আর গলার হার।।
দীন বলরাম দাসের আনন্দ হইল।
সত্য সত্য বলি ফাগু খেলিতে লাগিল।।