বলরাম তুমি মোর গোপাল লৈয়া যাইছ।
যারে ঘুমে চিয়াইয়ে দুগ্ধ পিয়াইতে নারি
তারে তুমি গোঠে সাজাইছ।।
কত জন্ম ভাগ্য করি আরাধিয়া হর গৌরী
পাইলাম এ দুখ পাসরা।
কেমনে ধৈরজ ধরে মায়ে কি বলিতে পারে
বনে যাউক এ দুধ কোঙরা।।
বসন ধরিয়া হাতে ফিরে গোপাল সাথে সাথে
দণ্ডে দণ্ডে দশবার খায়।
এ হেন দুধের বাছা বনেতে বিদায় দিয়া
কেমনে ধরিবে প্রাণ মায়।।
জল খাইতে গিয়াছিল আনলে বেড়িয়াছিল
দু হাতে আনল ধরি পিয়ে।
এ নন্দের ভাগ্যবলে যশোদার পুণ্যফলে
তেঞি সে গোপাল মোর জিয়ে।।
দীন বলরামের বাণী শুন শুন নন্দরাণী
কেন সদা ভাবিতেছ তুমি।
গোপালে সাজায়ে দেহ আমার মিনতি লহ
সঙ্গেতে যাইব গোঠে আমি।।