যাদবেরে সাজাইয়া চাঁদমুখ নিরখিয়াঁ
আনন্দ সায়রে রাণী ভাসে।
মনে সাধ জনমিল মোহন মুরলী দিল
ধড়ায় গুঁজিয়া বামপাশে।।
সুগন্ধি বনের ফুলে মালা গাঁথি দিল গলে
সুগন্ধি চন্দন দিল গায়।
ধেনু ফিরাবার তরে পাঁচনী দিলেন করে
মণিময় বাধা দিল পায়।।
সাজন বাজন লইয়া কনক জিঞ্জির দিয়া
বাম কান্ধে দিল নন্দরাণী।
ধবলীর গলে দিতে হেমপাটা দিল হাতে
গোঠেরে মাতিল নীলমণি।।
বন্দিয়া ভার্গব হরে কর বুলাইয়া শিরে
কহে না যাইও দূর বনে।
মুরলীতে দিও সান শুনিয়া জুড়াবে প্রাণ
দীন বলরাম দাসে ভণে।।