অন্তরে পিরিতের গো অনল, অনল নিবাইমু কি দিয়া।
নিবাইমু কি দিয়ারে অনল নিবাইমু কি দিয়া।।
নিবাইলে না নিবে অনল জ্বলে ঘইয়া ঘইয়া।
আইল না মোর শ্যাম কালা কি দোষ জানিয়া রে।।
আর কতদিন রহিব রে আমি পন্থের দিকে চাইয়া।
পাগলিনীর বেশে যাব প্রাণবন্ধের লাগিয়া রে।।
আগে যদি জানতাম আমি যাইবায় রে ছাড়িয়া।
চরণে বান্ধিয়া রাখতাম মাথার কেশ দিয়ারে।
কহেন ছাবাল আকবর আলী অঙ্গ যায় জ্বলিয়া ।
দিবানিশি যায় রে আমার কান্দিয়া কান্দিয়া রে।।