• অধম জানিয়া বা শ্যামচান্দ সঙ্গে নেও আমারে
    অধম জানিয়া বা শ্যামচান্দ সঙ্গে নেও আমারে লাগায়া পিরিতের আনল আমারি অন্তরে। কলঙ্গিনী করিয়া গেলায় গকুল নগরে বা শ্যামচান্দ রইতে না পারি ঘরে ছাড়িয়া তোমারে ।। কারে দেখি প্রাণ জুড়াব কে আছে সংসারে বা শ্যামচান্দ কইন ছাবাল আকবর আলী মম প্রাণী জুরে।। কি দুষে ছাড়িয়া যাও কলঙ্গিনী রাধারে বা শ্যামচান্দ।। keyboard_arrow_right
  • অন্তরে পিরিতের গো অনল, অনল নিবাইমু কি দিয়া
    অন্তরে পিরিতের গো অনল, অনল নিবাইমু কি দিয়া। নিবাইমু কি দিয়ারে অনল নিবাইমু কি দিয়া।। নিবাইলে না নিবে অনল জ্বলে ঘইয়া ঘইয়া। আইল না মোর শ্যাম কালা কি দোষ জানিয়া রে।। আর কতদিন রহিব রে আমি পন্থের দিকে চাইয়া। পাগলিনীর বেশে যাব প্রাণবন্ধের লাগিয়া রে।। আগে যদি জানতাম আমি যাইবায় রে ছাড়িয়া। চরণে বান্ধিয়া রাখতাম […] keyboard_arrow_right
  • অমূল্য সাধনের বস্তু চিনিয়া লওরে মনা ভাই
    অমূল্য সাধনের বস্তু চিনিয়া লওরে মনা ভাই। অমূল্য সাধনের বস্তু।।ধু মাশুকের তালাসে থাক গুরুর নামটি স্মরণ রাখ, শ্যামরূপ সাক্ষাতে দেখ, চরণতলে মন বিকাই।। সাধন ভজন যে করিয়াছে মাশুক তার কাছে আছে, সদায় আনন্দে নাচে, মনমতে রঙ্গ খেলাই।। মুরসিদ ছুলতান শাহা ইজহার আলী, জান গেলে রইমু-ভুলি, কইন ছাবাল আকবর আলী, প্রেম বিনে আর কিছুই নাই।। keyboard_arrow_right
  • আইল না মোর শ্যামকালা সয়না প্রাণে প্রেমের জ্বালা
    আইল না মোর শ্যামকালা সয়না প্রাণে প্রেমের জ্বালা। ধু শ্যামকালার পিরিতের কারণ গলে দিলাম মোহনমালা।। যে মতে পিঞ্জিরার পাখী ছটফটি করিতে থাকি। মনে লয় হৃদয়ে রাখি করিব প্রেমেরই খেলা।। পাগলিনীর বেশে যাব কোথায় গেলে তারে পাব। পাইলে দিলের সাধ মিটাব যার মনে চাইব যেলা।। ছাবাল আকবর আলী বলে, বুক ভাইসে যায় নয়ন জলে। জাত মারিয়ে […] keyboard_arrow_right
  • আগেত না জানিয়ে বন্ধু পিরিতি ডাকাতি
    আগেত না জানিয়ে বন্ধু পিরিতি ডাকাতি। ধু সোনা বন্ধে ছাড়িয়া গেলা আমার ঘটিল দুর্গতি।। পাইতাম যাদি সোনা বন্ধু, হৃদয়ে রাখতাম গাঁথি।। বন পোড়া হরিণীর মত আমার সোনা বন্ধের রীতিরে।। আমি এক খান পিরিত কইরে, কার বা কইলাম ক্ষেতি। এ চৌদ্দ ভুবনের মাঝে কে রইয়াছে সতী রে।। পিরিতে মোর মন মজিল হইয়া যুবতী। আইেত যাইতে পাড়ায় […] keyboard_arrow_right
  • আমায় নিল রাধার পরাণি গো
    আমায় নিল রাধার পরাণি গো। কৈ শুনা যায় শ্যামের বাশীর ধ্বনি।। ধু হায় গো বাশীর রবে হৃদয় কাম্পে উড়াইল পরাণি গো। নূতন যৌবনে দিল পিরিতের আগুনি।। হায় গো কি যাদু করিল মরে নিলয়ও না জানি গো। কোন কলে বাজাইয়া বাশী কৈল পাগলিনী।। হায় গো শ্যাম কালার পিরিতে মরে, কৈল উদাসিনী গো। কইন ছাবাল আকবর আলী […] keyboard_arrow_right
  • আমার প্রাণ কান্দে শ্যাম বন্ধুয়ার লাগিয়া
    আমার প্রাণ কান্দে শ্যাম বন্ধুয়ার লাগিয়া। নূতন পিরিতে ছেল দিল লাগাইয়া ।।ধু শ্যামকালার পিরিতে মরে, রইতে না দিল ঘরে। ও আমার প্রেমজ্বালায় অঙ্গ যায় জ্বলিয়া।। একা ঘরে শুইয়া থাকি, সুতিলে স্বপনে দেখি। ও আমার কর্মদোষে না পাইলাম জাগিয়া।। ছাবাল আকবর আলী বলে, পিরিতে মর অঙ্গ জ্বলে। ও বন্দে প্রাণে মাইল স্বপ্নে দেখা দিয়া।। keyboard_arrow_right
  • আমার মনে কৈল উদাসী গো, কই বাজে কালাচান্দের বাশী
    আমার মনে কৈল উদাসী গো, কই বাজে কালাচান্দের বাশী। ধু হায় গো বাশীর সুরে প্রাণ বিদরে আমি কান্দি দিবানিশি গো। মনে লয় তার সঙ্গে যাইতাম হৈয়া দাসীর দাসী ।। হায় গো যাইতে না দিল মরে ননদী নৈরাশী গো। পিরিতের ছেল বুকে মারি কথায় রৈল বসি।। হায় গো পাইলে চরণ, দিব যৌবন জাতিকুল বিনাশি গো। কইন […] keyboard_arrow_right
  • আমার প্রেম জ্বালা অন্তরে গো
    আমার প্রেম জ্বালা অন্তরে গো, প্রাণ বন্ধু কালিয়া দেখাও মোরে। ধু হায় গো পাইলে তার রাঙ্গা চরণ দুঃখ যাবে দূরে গো। আনন্দে বলিব কথা পাই যদি তাহারে।। হায় গো সন্ধান করি পাইনা তারে রৈল কার বাসরে গো। নূতন যৌবনে মোরে উদাসিনী করে। হায় গো কার কাছে মুই জিজ্ঞাসিব কৈনা লোকের ডরে। কইন ছাবাল আকবর আলী […] keyboard_arrow_right
  • আমার বন্ধু নি আসিব রাধার ঘরে গো প্রাণ সজনী
    আমার বন্ধু নি আসিব রাধার ঘরে গো প্রাণ সজনী। ধু করিল অনেক লীলা গাথিয়া বন ফুলের মালা। আমি পাইরাইব সুনাবন্দের গলে। বন্ধু আমার চিকন কালা, নব রঙ্গে করে খেলা। আমি আনন্দিত দেখিব নয়নে গো। নয়নে লাগিয়াছে যারে, কেমনে ভুলিব তারে। দিবানিশি ভাবনা মর অন্তরে। ছাবাল আকবর আলী বলে আফছুছে কলিজা জ্বলে। কর্মদোষে দেখা দেয় না […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ