আগেত না জানিয়ে বন্ধু পিরিতি ডাকাতি। ধু
সোনা বন্ধে ছাড়িয়া গেলা আমার ঘটিল দুর্গতি।।
পাইতাম যাদি সোনা বন্ধু, হৃদয়ে রাখতাম গাঁথি।।
বন পোড়া হরিণীর মত আমার সোনা বন্ধের রীতিরে।।
আমি এক খান পিরিত কইরে, কার বা কইলাম ক্ষেতি।
এ চৌদ্দ ভুবনের মাঝে কে রইয়াছে সতী রে।।
পিরিতে মোর মন মজিল হইয়া যুবতী।
আইেত যাইতে পাড়ায় লোকে মন্দ বলে নিতি রে।।
কইন ছাবাল আকবর আলী, শোন গো প্রাণের দূতী।
প্রাণ বন্ধের পিরিতির কারণ গেল কুলমান জাতি রে।।