আমার প্রেম জ্বালা অন্তরে গো, প্রাণ বন্ধু কালিয়া দেখাও মোরে। ধু
হায় গো পাইলে তার রাঙ্গা চরণ দুঃখ যাবে দূরে গো।
আনন্দে বলিব কথা পাই যদি তাহারে।।
হায় গো সন্ধান করি পাইনা তারে রৈল কার বাসরে গো।
নূতন যৌবনে মোরে উদাসিনী করে।
হায় গো কার কাছে মুই জিজ্ঞাসিব কৈনা লোকের ডরে।
কইন ছাবাল আকবর আলী পাগলিনী করে।
হায় গো ঝলমল ঝলমলি করে যৌবনের বাহারে গো।