আমার প্রাণ কান্দে শ্যাম বন্ধুয়ার লাগিয়া।
নূতন পিরিতে ছেল দিল লাগাইয়া ।।ধু
শ্যামকালার পিরিতে মরে, রইতে না দিল ঘরে।
ও আমার প্রেমজ্বালায় অঙ্গ যায় জ্বলিয়া।।
একা ঘরে শুইয়া থাকি, সুতিলে স্বপনে দেখি।
ও আমার কর্মদোষে না পাইলাম জাগিয়া।।
ছাবাল আকবর আলী বলে, পিরিতে মর অঙ্গ জ্বলে।
ও বন্দে প্রাণে মাইল স্বপ্নে দেখা দিয়া।।