আমার বন্ধু নি আসিব রাধার ঘরে গো প্রাণ সজনী। ধু
করিল অনেক লীলা গাথিয়া বন ফুলের মালা।
আমি পাইরাইব সুনাবন্দের গলে।
বন্ধু আমার চিকন কালা, নব রঙ্গে করে খেলা।
আমি আনন্দিত দেখিব নয়নে গো।
নয়নে লাগিয়াছে যারে, কেমনে ভুলিব তারে।
দিবানিশি ভাবনা মর অন্তরে।
ছাবাল আকবর আলী বলে আফছুছে কলিজা জ্বলে।
কর্মদোষে দেখা দেয় না মরে গো।