… … … …
… …
অবনীতে অবতরি শ্রীচৈতন্য নাম ধরি
… …।
পুরবে কালিয়া ছিল এবে গৌর (অঙ্গ) হইল
জপিয়া রাধার নিজ নাম।
রাধা রাধা বলি গোরা নয়নে পড়য়ে ধারা
অন্তরে বরণখানি শ্যাম।।
কিবা সে দেবের পুরে চারিবেদ অগোচরে
আছিলা রাধিকা ঠাকুরাণী।
গোলোকের পতি শ্যাম জপিয়া রাধার নাম
গৌর হইল বরণ খানি।।
নব গোরোচনা জিনি গৌরাঙ্গের বরণ খানি
কাঞ্চন সহিতে যেন মিশে।
নরোত্তম দাস বলে রাখ রাঙ্গা পদতলে
রেণু হইতে যেন করি আশে।।