অবুলা জানিয়া রে শ্যাম-চান্দের মনে দয়া নাই।
আমি ডুবি সুখের সায়র হ’, আমি কুল কিনারা নাই পাই।।
আর মুখেতে মধুর দিয়া, কামশর হস্তে লিয়া মাইলায় রে খেঁচিয়া।
ওরে, মারিয়াছে খেদঙ্গ-তীর হ’, আমি প্রাণে আর বাচিমু নাই।।
আর অধীন ওয়াতিরে বলে, ডুব’ হে যমুনার জলে।
‘শ্যাম-চান্দ’ বইলে নিরলে বসিয়া হ’ আমি শ্যাম চান্দ বইলে ডাকতে চাই।।