অরুণ কমল আঁখি তারক ভ্রমরা পাখী
ডুবুডুবু করুণা মকরন্দে।
বদন পূর্ণিমা চান্দে ছটায় পরাণ কান্দে
তাহে নব প্রেমার আরন্তে।।
আনন্দ নদীয়াপুরে টলমল প্রেমার ভরে
শচীর দুলাল গোরা নাচে।
জয় জয় মঙ্গল পড়ে শুনিয়া চমক লাগে
মদনমোহন নটরাজে।।
পুলকে পূরল গায় ঘর্ম্ম বিন্দু বিন্দু তায়
রোমচক্রে সোণার কদম্বে।
প্রেমার আরম্ভে তনু যেন প্রভাতের ভানু
আধ বাণী কহে কম্বুকণ্ঠে।।
শ্রীপাদপদুমগন্ধে বেড়ি দশ নখচান্দে
উপরে কনক বঙ্করাজ।
যখন ভাতিয়া চলে বিজুরী ঝলমল করে
চমকয়ে অমর সমাজ।।
সপ্তদ্বীপ মহী মাঝে তাহে নবদ্বীপ সাজে
তাহে নব প্রেমার প্রকাশ।
তাহে নব গৌরহরি গুণ সংকীর্তন করি
আনন্দিত এ ভূমি আকাশ।।
সিংহের শাবক যেন গভীর গর্জ্জন হেন
হুঙ্কার হিল্লোল প্রেমসিন্ধু।
হরিবোল হরিবোল বলে জগত পড়িল ভোলে
দু কুল খাইল কুলবধূ।।
অঙ্গের ছটায় যেন দিনকর প্রদীপ হেন
তাহে লীলা বিনোদ বিলাস।
কোটি কোটি কুসুমধনু জিনিয়া বিনোদতনু
তাহে করে প্রেমের প্রকাশ।।
লাখ লাখ পূর্ণিমা চান্দে জিনিয়া বদনছান্দে
তাহে চারু চন্দন চন্দ্রিমা।
নয়ন অঞ্চল ছলে ঝর ঝর অমিয়া ঝরে
জনম মুগধ পাইল প্রেমা।।
কি দিব উপমা তার করুণা বিগ্রহ সার
হেন রূপ মোর গোরা রায়।
প্রেমায় নদীয়ার লোকে নাহি দিবানিশি থাকে
আনন্দে লোচন দাস গায়।।