অভাগীরে না কহিঞা ঘরের বাহির হঞা
কি লগিঞা গিছিলে বাজারে।
আই গোয়ালিনী যত রভস কর‍্যাছে কত
ভয় পাঞা আসিঞাছ ঘরে।।
পরিসর আঙ্গিনাতে বলাই দাদার সাথে
বাছুরি লইঞা কর খেলা।
করতালি দিএ আমি নাচ্যা নাচ্যা আস্য তুমি
পরম সুখের এই বেলা।।
নবীন কোকিল জিনি মধুর মধুর ধ্বনি
মা বলিঞা ডাক চান্দমুখে।
আরে বাছা নীলমণি নাচ্যা নাচ্যা আস্য তুমি
বাহু পসারিঞা করি বুকে।।
জনমে জনমে কত কর‍্যাছি কঠিন ব্রত
তোমারে পাঞাছি সেই ফলে।
দীনবন্ধু দাস বলে চান্দমুখে মা বলিলে
তবে সে মনের সাধ পুরে।।