অরে বন্ধু না চিনিলুঁ তোরে অরে কার ডরে কার ভয়ে বোলাই না গেলা রে । ধু
একেলা মন্দিরে বসি জপি বন্ধু বন্ধু । দেখা দি পালাই গেলা যেন নব ইন্দু।।
একেত আন্ধার রাত্রি কেহ নাই সাথী। কি রূপে হাঁটিয়া গেলা নিশিভাগ রাতি।।
মথুরার হাটে আমি পাইলুঁ খবর। ত্রিবেণীর ঘাট দিয়া পার হৈলা এক নর।।
ত্রিমোহনী ত্রিবেণী ঢেউ প্রতিনিত । কেমনে হইলা পার না বুঝি চরিত।।
দিন লাহুতেত ডুবি ডুবি কৈলুঁ সার। কিসকে নিমায়া হইয়া তেজিল আমার ।।
এতিম কাসিমে কহে যুগ কর জুড়ি। তুঞি বন্ধুর বিচ্ছেদ-খেদে ঝুরি ঝুরি মরি।।