• অরে বন্ধু না চিনিলুঁ তোরে
    অরে বন্ধু না চিনিলুঁ তোরে অরে কার ডরে কার ভয়ে বোলাই না গেলা রে । ধু একেলা মন্দিরে বসি জপি বন্ধু বন্ধু । দেখা দি পালাই গেলা যেন নব ইন্দু।। একেত আন্ধার রাত্রি কেহ নাই সাথী। কি রূপে হাঁটিয়া গেলা নিশিভাগ রাতি।। মথুরার হাটে আমি পাইলুঁ খবর। ত্রিবেণীর ঘাট দিয়া পার হৈলা এক নর।। ত্রিমোহনী […] keyboard_arrow_right
  • মোর পিয়া নিমায়া অতি বেদনি সই রে মোর
    মোর পিয়া নিমায়া অতি বেদনি সই রে মোর পিয়া নিঠুর অতি। এ সব পড়শী মোরে বলে দোষী কেমনে রাখিমু জাতি।। ধু আগ দুয়ারেত পালঙ্কে আছিলুঁ নারী বন্ধুয়া আসিব রে আশে। হাম অভাগিনী জনম দুঃখিনী রাত্রি পোহাইল মোর বন্ধু- আশে।। আজ কালু করি দুয়ারে বসিয়া ঝুরি তুঞি বন্ধু আসিবি করি। রাজ পন্থ দিয়া বাঁশী বাজাইয়া যাও […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ