মোর পিয়া নিমায়া অতি বেদনি সই রে মোর পিয়া নিঠুর অতি। এ সব পড়শী মোরে বলে দোষী কেমনে রাখিমু জাতি।। ধু আগ দুয়ারেত পালঙ্কে আছিলুঁ নারী বন্ধুয়া আসিব রে আশে। হাম অভাগিনী জনম দুঃখিনী রাত্রি পোহাইল মোর বন্ধু- আশে।। আজ কালু করি দুয়ারে বসিয়া ঝুরি তুঞি বন্ধু আসিবি করি। রাজ পন্থ দিয়া বাঁশী বাজাইয়া যাও […]
keyboard_arrow_right