মোর পিয়া নিমায়া অতি বেদনি সই রে মোর পিয়া নিঠুর অতি।
এ সব পড়শী মোরে বলে দোষী কেমনে রাখিমু জাতি।। ধু
আগ দুয়ারেত পালঙ্কে আছিলুঁ নারী বন্ধুয়া আসিব রে আশে।
হাম অভাগিনী জনম দুঃখিনী রাত্রি পোহাইল মোর বন্ধু- আশে।।
আজ কালু করি দুয়ারে বসিয়া ঝুরি তুঞি বন্ধু আসিবি করি।
রাজ পন্থ দিয়া বাঁশী বাজাইয়া যাও তিলেক না চাহ ফিরি।।
না জানি করিলুঁ পাপ বন্ধু দিল এত তাপ অহি ভাবে দহে মোর হিয়া।
সতিনীর রিষ দেখি জল ঝরে দুই আঁখি। তাত নিদারুণ হৈল পিয়া।।
মুই নারী করিলুঁ দোষ এ কারণে করি রোষ ফিরিয়া না চাহ একবার।
জ্বালের সহিতে রাখি জনম করিলা দুখী আর দুঃখ নাহি সহিবার।।
এতিম কাছিমে কহে শুন বন্ধু দয়ামএ তোমাভাবে জীবন তেজিমু।
গঞিল জনম মোর পন্থের না পাই ওর তুমি বিনে কা’ত নিবেদিমু।।