আরে ভাই বড়ই বিষম কলিকাল।
গরলে কলস ভরি তার মুখে দুগ্ধ পুরি
ঐছে দেখ সকলি বিটাল।।
ভক্তের ভেক ধরে সাধুপথ নিন্দা করে
গুরুদ্রোহী সে বড় পাপিষ্ঠ।
গুরুপদে যার মতি খাট করায় তার রতি
অপরাধী নহে গুরুনিষ্ঠ।।
প্রাচীন প্রবীণ পথ তাহা দোষে অবিরত
করে দুষ্ট কথার সঞ্চার।
গঙ্গাজল যেন নিন্দে কূপজল যেন বন্দে
সেই পাপী অধম সভার।।
যার মন নিরমল তারে করে টলমল
অবিশ্বাসী ভক্ত পাষণ্ড।
হেতু সে খলের সঙ্গ মৃদু মতি করে অঙ্গ
তার মুণ্ডে পড়ু যমদণ্ড।।
কালক্রিয়া লেখা ছিল এবে পরতেক ভেল
অধমের শ্রদ্ধা বাড়ে তায়।
নরোত্তম দাস কহে এ জনার ভাল নহে
এরূপে বঞ্চিল বিধি তায়।।