অলসে অরুণ লোচন তোর।
অমিয়া মাতল চন্দ্র চকোর।।
আরে রে সুন্দরী সঙ্গমনীতা।
ও কত বেকত গোপত কথা।।
কুচ শ্রীফল করল জুড়ি ।
শুকে কি দংশল কনয়া গিরি।
সিন্দুরে কাজরে মিটই গেল।
মহুর ভাঙ্গিয়া কে ধন নিল।।
জ্ঞানদাস কহে বুঝিবে কে।
রসিক যে জন বুঝিবে সে।।