আওত পর- বঞ্চক শঠ
নাগর শত-ঘরিয়া।
রমণী-পদ- যাবক পরি-
সর বক্ষসি ধরিয়া।।
কটি-নীলা- ম্বর পরিহিত
লম্বিত পদ-আগে।
দশন-ক্ষত অরুণাধর
ভুজে-কঙ্কণ-দাগে।।
তরুণারুণ নয়নাম্বুজ
আধ-মুদিত অলসে।
ভাল-উপর সিঁদুরবিন্দু
অঞ্জন সঞে বিলসে।।
যা যা দূতি বারহ বারহ
নিয়ড়ে জনি আওয়ে।
ঐছন বাণী তৈখনে শুনি
শশিশেখরে ধাওয়ে।।