আগো সখী বিনোদিনী আমার সে কালেনি হইব বন্ধের দেখা।
ঘরে বৈরি ননদিনী বাহারের বিধানে।
রহিতে না পারি ঘরে বন্ধুয়ার বাঁশীর সুরে।
সরূপে থাকিতেরে বন্ধু না ভজিলু তরে এ ভবে জন্মিয়া মুই ফিরি ঘরে ঘরে।।
নিতি নিতি পিরীতি হয়রে বন্ধু গোকুলনগরে।
বাহির হইয়া না চাইতে পাইলু ননদিনীর ডরে।।
দয়ার নাথে ধরলে দয়া যাইব দুঃখেরচিন। ঘরেতে বিরাজ করে নিরঞ্জন।।
কইন ফকির ভেলা শায় শোকের শেল খাইয়া।
কারে কি দোষিমু বন্ধু না চাইলু বিচারিয়া।।