চলরে রাখাল ভাই ! সাজিয়া চল রাজপুরে যাই। সাজ সাজ করিয়ারে, বাঁশীয়ে দিল শান। শুনিয়া অভুলা রাধার উড়িল পরাণ।। সাজনের ধন্যি, আমি কি কহিমু আর। পায়েতে নূপুর বাঝে গলে শোভে হার।। সাজনের ধন্যি বাঝে, রাখালের সঙ্গে। হাসিয়া ঢালিয়া পড়ে এ রাঙ্গা চরণে।। এক হাতে পানের বাটা আর হাতে ঝারি। বাসুকি যে ধরলা ছাত্তি হইয়া সারি […]
keyboard_arrow_right