• আগো সখী বিনোদিনী আমার সে
    আগো সখী বিনোদিনী আমার সে কালেনি হইব বন্ধের দেখা। ঘরে বৈরি ননদিনী বাহারের বিধানে। রহিতে না পারি ঘরে বন্ধুয়ার বাঁশীর সুরে। সরূপে থাকিতেরে বন্ধু না ভজিলু তরে এ ভবে জন্মিয়া মুই ফিরি ঘরে ঘরে।। নিতি নিতি পিরীতি হয়রে বন্ধু গোকুলনগরে। বাহির হইয়া না চাইতে পাইলু ননদিনীর ডরে।। দয়ার নাথে ধরলে দয়া যাইব দুঃখেরচিন। ঘরেতে বিরাজ […] keyboard_arrow_right
  • আমার না হইল না হইল দেখারে শ্যাম
    আমার না হইল না হইল দেখারে শ্যাম নূতন বয়সের কালে। পিংলা বরণ বৃক্ষগুলি ফুল তার কালা স্বর্গে তার মূল পাতালে করে খেলা। বন্ধের বাড়ীর শুয়াপক্ষী কদম ডালে বাসা। দুই ডালে ফিরে পক্ষী যৌবনের নাই তার আশা। রং আছে খুসবয় নাই এরে কি কহে ফুল। অভাগীর সনে করিয়া পিরীত আমার গেল জাতিকুল। সবে বলে ব্যেদ্দিবন্দরে মুই […] keyboard_arrow_right
  • আলো রাই যমুনায় নি যাইতে
    আলো রাই ! যমুনায় নি যাইতে । ভাঙ্গিল মাটির কলসী প্রাণ বন্ধুয়ার দিগে চাইতে ।। ওরে হৈলু ঘরের বার সঙ্গে লৈয়া দাসী। ভাঙ্গিল মাটির কলসী মোর গোকুলে রৈল হাসি।। পায়েতে নেপুর শোভে গলে শোভে হার। চলিলা সুন্দরী রাধে জল ভরিবার।। চলিলা যতেক সখী কুম্ভ লৈয়া মাথে। আচম্বিৎ শুনিলা বাঁশী যমুনাতে যাইতে ।। কদম ডালে বসিয়া […] keyboard_arrow_right
  • আলো রাই কি হইল মোরে দিয়া
    আলো রাই, কি হইল মোরে দিয়া। মনে লয় হইতাম ঘরের বা’র পিরিতের লাগিয়া।। বন্ধের সনে করিতে পিরিতি না দেয় ননদিনী। রহিতে না পারি ঘরে রে শুনিয়া বাঁশীর ধ্বনি।। ঘরে বৈরি ননদিনী কি হইল প্রমাদ। কতো বা সইব দুখ রাই কানু পরবাদ।। মুই তো অভাগীর রে নারী কুল বিনাশিলু। কদমতলে বন্ধের খেলা রাই বিচারি না পাইলু।। […] keyboard_arrow_right
  • চলরে রাখাল ভাই
    চলরে রাখাল ভাই ! সাজিয়া চল রাজপুরে যাই। সাজ সাজ করিয়ারে, বাঁশীয়ে দিল শান। শুনিয়া অভুলা রাধার উড়িল পরাণ।। সাজনের ধন্যি, আমি কি কহিমু আর। পায়েতে নূপুর বাঝে গলে শোভে হার।। সাজনের ধন্যি বাঝে, রাখালের সঙ্গে। হাসিয়া ঢালিয়া পড়ে এ রাঙ্গা চরণে।। এক হাতে পানের বাটা আর হাতে ঝারি। বাসুকি যে ধরলা ছাত্তি হইয়া সারি […] keyboard_arrow_right
  • নিন্দ হইল প্রাণের বৈরি রে নাইয়র নিন্দ
    নিন্দ হইল প্রাণের বৈরি রে নাইয়র নিন্দ হইল প্রাণের বৈরি। এ দাসের ভরসা নাই পলকে হইব চুরি।। নাইয়র রে নিমের তলে নিমের জড় অগ্নিজলে নিরন্তর ধুঁয়াতার লাগিয়াছে আকাশে। সেই ধুঁয়ার প্রকাশে ঘোর অন্ধকার দুইটী আখি লাগিয়া যাইব শেষে।। নাইয়র রে দুঃখের মন্দিরে সুখে নিদ্রা যাওরে সুখ ছাড়ি হইবার পরবাসী। সুখের মন্দিরে নয়ানে না দেখিয়ে জাগিয়া […] keyboard_arrow_right
  • নিশ্চিতে নি রইলায় রে বন্ধু মথুরা নগর
    নিশ্চিতে নি রইলায় রে বন্ধু মথুরা নগর। তোর মনে এই ছিল ভাব বধিতায় পরাণেরে।। ঘরে বৈরি ননদিনী তনু জর জর। কার ঠাই কহিমু দুঃখ ডাকি যে তোমারে।। কলঙ্কিনী হইলাম রাধে গোকুল নগরে। যৌবন হইল প্রাণের বৈরি দোষ দিমু কারে।। উড়িতে পক্ষ নাইরে রইতে না পারি ঘরে। তুই কালা কেমনে রইলে ছড়িয়া রাধারে।। নিরবধি ঝুরে গো […] keyboard_arrow_right
  • প্রাণনাথ বন্ধু আমি কত কাতরে জ্বালা সহিমু
    প্রাণনাথ বন্ধু আমি কত কাতরে জ্বালা সহিমু । ধু মনে উঠে অনেক জ্বালা কান্দি শরীর কইলাম কালা ঘরে বৈরী ননদিনী রে।। শ্বাশুড়ী ননদী হইল বৈরী ঘরের বাহির হইতে না পারি লোকে বলে রাধা কলঙ্কিনী রে। দয়া কর শ্যাম কালা সঙ্গেকরি নেও অবলা আমি নারী পিরীতের মরা রে।। গোকুলের লোকে বলে আর পিরীতি হইল গলার হার […] keyboard_arrow_right
  • শ্যাম রূপ কে পাইয়াছে তরুমূলে
    শ্যাম রূপ কে পাইয়াছে তরুমূলে। নিরবধি বাজে বাঁশী বন্ধু বন্ধু বলে। অনীল পর্বতের মাঝে সদায় বাঁশীর গান। রহিতে না পারি ঘরে উড়িছে পরাণ।। ঘরে ঘরে বাজে বাঁশী জপে বন্ধের নাম। কোন কালে বাজে বাঁশী জপে কোন নাম। কদম ডালে বসিয়া বন্ধে সদায় ফুকে বাঁশী। না ভরিলু যমুনার জল হইয়া উদাসী।। কোথা হইতে আইসে বাঁশীর সুর […] keyboard_arrow_right
  • হায় রে সোনার বরণ তনু ছিল
    হায় রে সোনার বরণ তনু ছিল আমার কাল হইল কেমনে। আরে বন্ধু, কি হইল দারুণ মনে।। রূপ গেল যৌবন গেল পরাণ বাকী আর। তুই বন্ধুর কারণে আমি হইলাম ঘরের বার।। তোমার পিরীত আরে বন্ধু নিয়বের পানি। মা বাপে থুইছে নাম রাধা কলঙ্কিনী।। মনের দুঃখ কারে কৈমু রে বন্ধু, নিরলে বসিয়া। নয়ন জলে ভাটির পানে চল্‌ছি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ