আমার না হইল না হইল দেখারে শ্যাম নূতন বয়সের কালে।
পিংলা বরণ বৃক্ষগুলি ফুল তার কালা স্বর্গে তার মূল পাতালে করে খেলা।
বন্ধের বাড়ীর শুয়াপক্ষী কদম ডালে বাসা।
দুই ডালে ফিরে পক্ষী যৌবনের নাই তার আশা।
রং আছে খুসবয় নাই এরে কি কহে ফুল।
অভাগীর সনে করিয়া পিরীত আমার গেল জাতিকুল।
সবে বলে ব্যেদ্দিবন্দরে মুই বলি তাহারে।
হরিণ রূপে দেখা দিয়া ও রাই বাঘ রূপে ধরে।
ভেলা শা ফকিরে কৈন হৈয়া কেবল মরা।
বাঘে ভৈষে ধরছে লড়াই যাইবার পড়িল ছাড়া।