নিশ্চিতে নি রইলায় রে বন্ধু মথুরা নগর।
তোর মনে এই ছিল ভাব বধিতায় পরাণেরে।।
ঘরে বৈরি ননদিনী তনু জর জর।
কার ঠাই কহিমু দুঃখ ডাকি যে তোমারে।।
কলঙ্কিনী হইলাম রাধে গোকুল নগরে।
যৌবন হইল প্রাণের বৈরি দোষ দিমু কারে।।
উড়িতে পক্ষ নাইরে রইতে না পারি ঘরে।
তুই কালা কেমনে রইলে ছড়িয়া রাধারে।।
নিরবধি ঝুরে গো রাধার তুই বন্ধের লাগিয়া।
জানিলাম কলঙ্কি রইলাম জগৎ ভরিয়া।।
ভাবিতে চিন্তিতে রাধার তনু হৈল হীন।
কহে ফকির ভেলা শায়ে মোর কলঙ্কে যায় দিন।।