নিন্দ হইল প্রাণের বৈরি রে নাইয়র নিন্দ হইল প্রাণের বৈরি।
এ দাসের ভরসা নাই পলকে হইব চুরি।।
নাইয়র রে নিমের তলে নিমের জড় অগ্নিজলে নিরন্তর ধুঁয়াতার লাগিয়াছে আকাশে।
সেই ধুঁয়ার প্রকাশে ঘোর অন্ধকার দুইটী আখি লাগিয়া যাইব শেষে।।
নাইয়র রে দুঃখের মন্দিরে সুখে নিদ্রা যাওরে সুখ ছাড়ি হইবার পরবাসী।
সুখের মন্দিরে নয়ানে না দেখিয়ে জাগিয়া মুই হইলু উদাসী।।
নাইয়র রে শ্যাম বন্ধের লাগিয়া মনের স্বাদ পুরাইতু জাগিয়া।
পাগল মন যে করে দুরাচারি।
ভেলা শা ফকির কয় রাজপন্থে মিলন হয় এই ছিল নছিবের বাটারে।।