আলো রাই ! যমুনায় নি যাইতে ।
ভাঙ্গিল মাটির কলসী প্রাণ বন্ধুয়ার দিগে চাইতে ।।
ওরে হৈলু ঘরের বার সঙ্গে লৈয়া দাসী।
ভাঙ্গিল মাটির কলসী মোর গোকুলে রৈল হাসি।।
পায়েতে নেপুর শোভে গলে শোভে হার। চলিলা সুন্দরী রাধে জল ভরিবার।।
চলিলা যতেক সখী কুম্ভ লৈয়া মাথে। আচম্বিৎ শুনিলা বাঁশী যমুনাতে যাইতে ।।
কদম ডালে বসিয়া বন্ধে ফুকে মোহন বাঁশী।
না গেলু যমুনার ঘাটে ও মুই হৈলু উদাসী।।
কুক্ষণে হৈলুরে বার অঞ্চল ঠেকিল মাথে।
ভূখিলা বাঘের হাতে ও মুই ঠেকিলু রাজপন্থে।।
না ভরিলু যমুনার জল মুই নারী অভাগিনী।
বাহিরে বন্ধুয়ার জ্বালা ঘরে ননদিনী।।
সব সখী গেলা ঘরে জল লৈয়া তারা।
কৈন ফকির ভেলা শায় ও মোর কলসী না গেল ভরা।।