আরে মোর গৌর কিশোর।
রজনী বিলাস রস ভাবে বিভোর।।ধ্রু।।
কহইতে গদগদ কহ না পার।
নিরজনে বসিয়া নয়নে জলধার।।
প্রেমালসে ঢুলু ঢুলু অরুণ নয়ান।
কহইতে রস রহু বিরস বয়ান।।
চকিত নয়নে পহু চৌদিশে নেহারে।
চতুর ভকতগণ পুছে বারে বারে।।
কি আছে মনের কথা কহনে না যায়।
এ রাধামোহন পহু গোরা গুণ গায়।।