আরে মোর কালারে
না ছুঁইও না ছুঁইও রাধার অঙ্গ।
একে অবলা আমি গোঁয়ার রাখাল তুমি
পরশিয়া না কর কলঙ্ক।।
কালা গোরা নাহি সাজে ভজিমু কেমন কাজে
আরে তুমি ললিত ত্রিভঙ্গ।
বনে থাক ধেনু রাখ গায়েতে আগর মাখ
যুবতি পাইয়া এত রঙ্গ।।
আমি গরবিত একে যদি আসি কেহ দেখে
তোমার আমার মান ভঙ্গ।
সকল নাগরী-লোকে চূণ কালি দিব মুখে
না যুয়ায় তুমি আমি সঙ্গ।।
শাশুড়ী পরাণের বৈরী এ কথা শুনিব করি
সদা মোর মনের আতঙ্ক।
দীন ভবানন্দে কয় মদে যদি মত্ত হয়
অঙ্কুশ না মানয়ে মাতঙ্গ।।