শ্যাম রূপ কে পাইয়াছে তরুমূলে। নিরবধি বাজে বাঁশী বন্ধু বন্ধু বলে।
অনীল পর্বতের মাঝে সদায় বাঁশীর গান। রহিতে না পারি ঘরে উড়িছে পরাণ।।
ঘরে ঘরে বাজে বাঁশী জপে বন্ধের নাম। কোন কালে বাজে বাঁশী জপে কোন নাম।
কদম ডালে বসিয়া বন্ধে সদায় ফুকে বাঁশী। না ভরিলু যমুনার জল হইয়া উদাসী।।
কোথা হইতে আইসে বাঁশীর সুর কোথায় চলি যায়। দিহান করি চাইয়া দেখ কোথায় মিশায়।
কৈন ফকির ভেলা শায় বাঁশী বড় ধন। নিকুঞ্জ মন্দিরে বাঁশীর ঝড় জপে নিরন্তরে।।