হায় রে সোনার বরণ তনু ছিল আমার কাল হইল কেমনে।
আরে বন্ধু, কি হইল দারুণ মনে।।
রূপ গেল যৌবন গেল পরাণ বাকী আর।
তুই বন্ধুর কারণে আমি হইলাম ঘরের বার।।
তোমার পিরীত আরে বন্ধু নিয়বের পানি।
মা বাপে থুইছে নাম রাধা কলঙ্কিনী।।
মনের দুঃখ কারে কৈমু রে বন্ধু, নিরলে বসিয়া।
নয়ন জলে ভাটির পানে চল্‌ছি রে ভাসিয়া।।
ভাবিতে চিন্তিতে অভাগিনীর জ্বালা হইল দ্বিগুণ।
সোনার শরীলের মাঝে পরবেশিল ঘুণ।।
জ্বলিয়া জ্বলিয়া উঠে আমার মনের আগুনি।
পুড়িল অন্তরায় মাঝে দেখ কুমারের পুনি।।
ভেলা শাহ ফকিরে কহে পিরীত এমন জন।
তার সনে করিও পিরীত যে জানে বেদন।।