হেনই সময়ে এক সখী।
নিকুঞ্জ-মন্দিরে রাই দেখি।।
কহে আসি বিনোদ নাগরে।
দেখ রাই কুঞ্জের ভিতরে।।
শুনিয়া চমকি উঠে কান।
সখী সঞে করল পয়ান।।
যাহাঁ বসি রাধিকা সুন্দরী।
সমুখে কহয়ে কর যোড়ি।।
ক্ষেম ধনি মঝু অপরাধ।
হেন প্রেমে না করহ বাদ।।
হাম তুয়া অনুগত কান।
কাহে করসি মোহে মান।।
এত কহি চরণে ধরিয়া ।
সাধয়ে অবনী লোটাইয়া।।
কাতর দেখিয়া ধনী রাই।
করে কর ধরে মুখ চাই।।
দূরে গেও মানিনী-মান।
এ যদুনন্দন গুণ গান।।