প্রাণনাথ বন্ধু আমি কত কাতরে জ্বালা সহিমু । ধু
মনে উঠে অনেক জ্বালা কান্দি শরীর কইলাম কালা ঘরে বৈরী ননদিনী রে।।
শ্বাশুড়ী ননদী হইল বৈরী ঘরের বাহির হইতে না পারি লোকে বলে রাধা কলঙ্কিনী রে।
দয়া কর শ্যাম কালা সঙ্গেকরি নেও অবলা আমি নারী পিরীতের মরা রে।।
গোকুলের লোকে বলে আর পিরীতি হইল গলার হার কেমনে বঞ্চিমু আমি ঘরে রে।।
ভেলা শা ফকিরে কয় প্রেমের জ্বালায় তনুক্ষয় বিচার করি দেখ কেও কেওয়ের নয় রে।।