আজুক শয়নে ননদিনী সনে
শুতিয়া আছিলুঁ সই।
যে ছিল করমে বন্ধুর ভরমে
মরম তোমারে কই।।
নিন্দের আলসে বন্ধুর ধাধসে
তাহারে করিনু কোরে।
ননদী উঠিয়া রুষিয়া বলিছে
বন্ধুয়া পাইলি কারে।।
এত ঢিটপনা জানে কোন্ জনা
বুঝিনু তোহারি রীতি।
কুলবতী হইয়া পরপতি লইয়া
এমতি করহ নিতি।।
যে শুনি শ্রবণে পরের বদনে
নয়নে দেখিনু তাই।
দাদা ঘরে আইলে করিব গোচরে
খেনেক বিরাজ রাই।।
নিঠুর বচনে কাঁপিছে পরাণে
শুতিয়া রহিনু লাজে।
ফিরাইয়া আঁখি সে গরবা খাকি
সঘনে আমারে তাজে।।
এক হাতে সখি কচালিয়ে আঁখি
নয়নে দেখি যে আর।
চণ্ডীদাস কয় কিবা কুলভয়
কানুর পিরীতি যার।।