আনন্দে নাহিক ওর।
কিশোর কিশোরী আপনা বিসরি
সুখের নাহিক ওর।।
ফেরাফিরি বাহু চান্দে যেন রাহু
গিলল গগন মাঝে।
তৈছন পীরিতি করত এ রতি
রণরতি দুহে বাজে।।
যেমন শশক সোঁসর কিশোরী
সিংহের সমান কান।
শশ[ক] ধরয়ে কতেক পরাণ
সে ন কি জিয়ে টান।।
রতি-রণ-কাজে মন্দির সমাঝে
রতন-শেযের পরে।
দুহু দুহাঁ সুখ বাঢ়ল আনন্দ
বিরল মন্দির ঘরে।।
হু হু সে শবদ রসের আমোদ
উথলে রসরে ঢেউ।
সহিতে নারয়ে রসের গরিমা
পরাণ কাড়িয়া লেউ।।
এক সুখে কত সুখ উপজল
বাজিল দুজনে রণ ।
সমর জিনিতে নাহিক শকতি
বিনোদিনী কিছু কন।।—
“হেদে হে নাগর চতুর-শেখর
পঙ্কজ কি সহে টান।”
অলির দংশনে পঙ্কজ কম্পিত
দীন চণ্ডীদাস গান।।