আন্ধার ঘরের কোণে থাকি একেশ্বরী।
কোন বিহি সিরজিল ছার কুলনারী।।
কথার দোসর নাই যারে কহোঁ দুখ।
দেখিতে না পাঙ চাঁদ সুরুজের মুখ।।
কহ সখি কি হবে উপায়।
না জানি কি গুণ কৈলে বিদগধ-রায়।।
ঘরের আঙ্গিনা দেখিবারে লাগে সাধ।
তভু ত না গুণে মনে এত পরমাদ।।
ও রূপ দেখিয়া কৈলুঁ মরণ সমাধি।
রাতি দিনে কান্দে প্রাণ বিষম বেয়াধি।।
আন কথা কহোঁ যদি গুরুর সমুখে।
ভরমে তখনি মোর শ্যাম আইসে মুখে।।
ভাবে বিভোর তনু গদ-গদ বাণী।
ধরিতে ধরণে না যায় দুটি চৌখের পানি।।
সে রূপে মজিল চিত পাসরিল নয়।
বলরামদাস বলে না জানি কি হয়।।