আপনা বুঝিয়া সুজন দেখিয়া
পীরিতি করিব তায়।
পীরিতি রতন করিব যতন
যদি সমানে সমানে হয়।।
সখি হে, পীরিতি বিষম বড়।
যদি পরাণে পরাণে মিশাইতে পারে
তবে সে পীরিতি দঢ়।।
ভ্রমরা সমান আছে কত জন
মধুলোভে করে প্রীত।
মধু পান করি উড়িয়ে পলায়
এমতি তাহার রীত।।
বিধুর সহিত কুমুদ পীরিতি
বসতি অনেক দূরে।
সুজনে সুজনে পীরিতি হইলে
এমতি পরাণ ঝুরে।।
সুজনে কুজনে পীরিতি হইলে
সদাই দুখের ঘর।
আপন সুখেতে যে করে পীরিতি
তাহারে বাসিব পর।।
মরমে মরমে জীবনে মরণে
জীয়ন্তে মরিল যারা।
নিতুই নূতন পীরিতি রতন
যতনে রাখিল তারা।।
আপন পীরিতি সুজন বাঁধিতে
সুজনে পীরিতে আশ।
ও যেন মো বিনে মজল অমনি
এমতি দোহার ভাষ।।
সুজনে সুজনে অনন্ত পীরিতি
শুনিতে বাড়ে যে আশ।
তাহার চরণে নিছনি লইয়া
কহে দ্বিজ চণ্ডীদাস।।