আমার কলঙ্ক নাম যে হইতে, প্রাণ বন্ধুরে আনিয়া দে গো ললিতে ! ধু
এগো প্রেমানলে অঙ্গ সারা বাচিব ল কি মতে।।
বিদেশী বন্ধুয়ার সনে প্রেম করিলাম নিগূঢ় বনে।
এগো ফুকারী কান্দিতে নারি পাড়ার লোকের ডরেতে।।
কার বাপের মুড়াইলাম মাথা ও সই পথে ঘাটে খোচা কথা।
এ গো খোচা কথা যে বলিব বাস হইব তার নরকে।।
বিষ খাইয়া মরি গো সখী ও সই কি করি জীন্দেগি রাখি।
এ গো মিয়াধনের পূরব আশা অভাগী রাই মইলেতে।।