• আজু কি ভাগ্যের গুণে গো সখী
    আজু কি ভাগ্যের গুণে গো সখী শ্যাম দেখলাম স্বপনে। এগো চমকিচমকি উঠেবসি স্বপন দেখা হনে গো। সখী শ্যাম দেখলাম স্বপনে। ধু সু সোমবারে শুভ নিশি গো সখী আশিক লোকে জানে। এগো রে নিশিতে স্বর্ণচন্দ্র হেরিয়াছি নয়নে গো। সুখ লাবণ্য রসের ভরা গো সখী কটাক্ষ নয়নে। এগো অবলার মন কাড়িয়া নিল সুর-ললিত বচনে গো। শারদ শশী […] keyboard_arrow_right
  • আজু নিশিতে শয়নে গো সই রাই
    আজু, নিশিতে শয়নে, গো সই রাই দেখলাম স্বপনে । ধু এগো একবার চক্ষু মেলি না দেখিলাম নিদ্রা আইল নয়নে। দয়াধরি রাই কিশোরী আইলা দরশনে। এ গো আমি না পাইলাম সাধন ভক্তি রাইর রাঙ্গা চরণে। কমল হস্ত বুকে দিয়া সুরললিত বচনে, সুর ললিত বচনে। এগো প্রেম কাঙ্গালী দাস বলিয়া ডাকছে ঘনে ঘনে। কত শান্তি কৈল মোরে […] keyboard_arrow_right
  • আমায় ভুলিওনা কখনে
    আমায় ভুলিওনা কখনে, রে শ্যাম ভুলিওনা কখনে। ধু এ গো ভুলিলে দাসীর প্রাণ রাখিব কেমনে।। আমি দাসী চির দোষা জাহিরে বাতুনে জাহিরে বাতুনে। ও আমার দোষ ক্ষেমা করিয়া দেও বন্ধু দয়াল নামের গুণে।। বুদ্ধিহীন বলে ক্ষীণ আর হীন ধনে, আর হীন ধনে। এ গো শ্যামের সেবা দিতে না পাইলাম চিন্তার কারণে।। আমার ঘরে বসিয়া রহিলাম […] keyboard_arrow_right
  • আমার কলঙ্ক নাম যে হইতে
    আমার কলঙ্ক নাম যে হইতে, প্রাণ বন্ধুরে আনিয়া দে গো ললিতে ! ধু এগো প্রেমানলে অঙ্গ সারা বাচিব ল কি মতে।। বিদেশী বন্ধুয়ার সনে প্রেম করিলাম নিগূঢ় বনে। এগো ফুকারী কান্দিতে নারি পাড়ার লোকের ডরেতে।। কার বাপের মুড়াইলাম মাথা ও সই পথে ঘাটে খোচা কথা। এ গো খোচা কথা যে বলিব বাস হইব তার নরকে।। […] keyboard_arrow_right
  • আমার প্রাণ নিলায় কিশোরী
    আমার প্রাণ নিলায় কিশোরী, প্রাণ নিলায় কিশোরী। ধু এ গো তোমার পিরীতের লাগি হইমু দেশান্তরী।। তোমার কথা উঠিলে মনে রহিয়া রহিয়া ঝুরি, দুঃখ সহিতে না পারি। এগো কোন রসের রসিক পাইয়া আমায় যাও পাশরী।। জ্বলিয়া উঠে প্রেমের আনল দাহা দাহা করি, আনল নিবাও দর্শন দান করি। এগো দর্শনের জল ঢালিয়া দিলে শীতল হইতে পারি গো।। […] keyboard_arrow_right
  • আমার প্রেম সুয়ামী কালা গো
    আমার প্রেম সুয়ামী কালা গো, যার প্রেমেতে জগত উজালা। ধু একবার পাইতাম যদি তার রাঙ্গা চরণ মাথায় লইতাম ধূলা গো।। আমি দাসী প্রেম উদাসী কান্দিয়া ভাঙ্গিলাম গলা। ও আমার দুই নয়নে বহে বারি যেমন আষাঢ় মাসের গোলা গো।। বাতাসে উড়াইয়া যেমন নেয় শিমূলের তূলা। তেমনি মতে বন্ধে আমার প্রাণটি হরি নিলা গো।। প্রেম সাগরে ভাসিয়া […] keyboard_arrow_right
  • একবার কোলে বইস প্রাণ জুড়াই
    একবার কোলে বইস প্রাণ জুড়াই, দেও আলিঙ্গন নাগড় কানাই।। ধু চাই না তোমার ধন কড়িরে বন্ধু ও বন্ধু প্রেম কাঙ্গালী আমি রাই।। কি হেরিলাম গত নিশি তরুতলে উদয় শশী রাঙ্গা রূপের ঝলক দেখতে পাই। জাগিয়া না পাইলাম তারে ও বন্ধু কোনখানে রহিলাম ছাপাই।। আইস যদি প্রাণের সখা নিরলে করিব দেখা রূপের রূপ মিশাই। ওরে নয়নের […] keyboard_arrow_right
  • কঠিন শ্যামের নাম গো তোরা কেউ লইও না
    কঠিন শ্যামের নাম গো তোরা কেউ লইও না। ধু শ্যাম পিরীতির এত জ্বালা আগে আমি জানি না।। দূতী বলি বারেবার শ্যামের কথা আমার কাছে বলিও না গো আর। এগো বলতে পার দুঃখের কথা লোক সমাজে কহিও না।। আর মনের কথা প্রকাশি যদি জটিলা কুটিলা তারা সদায় গো বাদী। এগো মিছা দোষের দোষী পাইয়া সদায় দেয় […] keyboard_arrow_right
  • কাল ননদী তুমি মর গো
    কাল ননদী তুমি মর গো, একদিন বন্ধুয়ার রূপ দেখি। ধু ও তারে দেখবার আশে রইলাম বসে এ জীবনের আর নাই বাকী গো।। কাল যৌবনে বসন ঠেলে ডোর ধন্যি মানে না। এগো দিবানিশি চমকে যৌবন কাচা কেমিকেল সোনা।। জলের ছলে কদম তলে রূপ দেখিতে যাই। ননদীর কি ভরা মাইলাম সঙ্গে থাকে তাই গো।। আমি এখান প্রেম […] keyboard_arrow_right
  • কেনে মান কর গো রাই
    কেনে মান কর গো রাই। ধু আজ বুঝি রাধার সনে মিলিবা কানাই।। লং এলাচি জায়ফল যত্রি কর্পূরের গুড়ি। এগো সোনা মুখে তুলিয়া কেনে লওনা পানের বিড়ি।। আতর গুলাববাস কাশেতে ভরিয়া। এগো সোনা বন্ধের অঙ্গে দিও ছিটাইয়া ছিটাইয়া।। কিবা নারী কিবা সতী তোর এত বড়াই। তোমার মত রঙ্গে রূপে আর কি মানুষ নাই।। পাগল মিয়াধনে বলে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ