আমার প্রাণ নিলায় কিশোরী, প্রাণ নিলায় কিশোরী। ধু এ গো তোমার পিরীতের লাগি হইমু দেশান্তরী।। তোমার কথা উঠিলে মনে রহিয়া রহিয়া ঝুরি, দুঃখ সহিতে না পারি। এগো কোন রসের রসিক পাইয়া আমায় যাও পাশরী।। জ্বলিয়া উঠে প্রেমের আনল দাহা দাহা করি, আনল নিবাও দর্শন দান করি। এগো দর্শনের জল ঢালিয়া দিলে শীতল হইতে পারি গো।। […]
keyboard_arrow_right