আমার প্রেম সুয়ামী কালা গো, যার প্রেমেতে জগত উজালা। ধু
একবার পাইতাম যদি তার রাঙ্গা চরণ মাথায় লইতাম ধূলা গো।।
আমি দাসী প্রেম উদাসী কান্দিয়া ভাঙ্গিলাম গলা।
ও আমার দুই নয়নে বহে বারি যেমন আষাঢ় মাসের গোলা গো।।
বাতাসে উড়াইয়া যেমন নেয় শিমূলের তূলা।
তেমনি মতে বন্ধে আমার প্রাণটি হরি নিলা গো।।
প্রেম সাগরে ভাসিয়া ফিরি যেমন সুতের শেওলা।
শ্যাম ছাড়া রাই কিশোরী কেমনে থাকইন একেলা গো।।
পাগল মিয়াধনে কয় সয়না প্রেমের জ্বালা।
থাকতে যৌবন হইল না দর্শন ও আমার আশায় জীবন গেলা গো।।