আমায় ভুলিওনা কখনে, রে শ্যাম ভুলিওনা কখনে। ধু
এ গো ভুলিলে দাসীর প্রাণ রাখিব কেমনে।।
আমি দাসী চির দোষা জাহিরে বাতুনে জাহিরে বাতুনে।
ও আমার দোষ ক্ষেমা করিয়া দেও বন্ধু দয়াল নামের গুণে।।
বুদ্ধিহীন বলে ক্ষীণ আর হীন ধনে, আর হীন ধনে।
এ গো শ্যামের সেবা দিতে না পাইলাম চিন্তার কারণে।।
আমার ঘরে বসিয়া রহিলাম নিশিতে গোপনে নিশিতে গোপনে
এ গো কোন নিশিতে দিবায় দেখা হোরমু নয়নে।।
আসবে কি না বলরে বন্ধু শুনি মোর কারণে, শুনি মোর কারণে।
এ গো আসলে চন্দ্র যাবে ধরা বলে মিয়াধনে।।