একবার কোলে বইস প্রাণ জুড়াই, দেও আলিঙ্গন নাগড় কানাই।। ধু
চাই না তোমার ধন কড়িরে বন্ধু ও বন্ধু প্রেম কাঙ্গালী আমি রাই।।
কি হেরিলাম গত নিশি তরুতলে উদয় শশী রাঙ্গা রূপের ঝলক দেখতে পাই।
জাগিয়া না পাইলাম তারে ও বন্ধু কোনখানে রহিলাম ছাপাই।।
আইস যদি প্রাণের সখা নিরলে করিব দেখা রূপের রূপ মিশাই।
ওরে নয়নের কাজল বানাইরে বন্ধু ও বন্ধু নয়নে রাখিমু লাগাই।।
জানিয়া বিরহিনী দাসী একবার কথা বল হাসি হাসি শুনলে সর্বাঙ্গ জুড়াই।
ওরে তোার চিত্রপট দেও আমারে রে বন্ধু ও বন্ধু হেরি মুক্ত হইয়া যাই।।
মিয়াধন কয় ভাবিব্যথা পাবেনা শ্যাম থাকি এথা, থাকি এথা ভাবে বুঝতে পাই।
ওরে যাত্রাকালে পাইলে ও বন্ধু মৃত্যুপদে মুক্তি চাই, দেও আলিঙ্গ নাগড় কানাই।।