আজু কি ভাগ্যের গুণে গো সখী শ্যাম দেখলাম স্বপনে।
এগো চমকিচমকি উঠেবসি স্বপন দেখা হনে গো। সখী শ্যাম দেখলাম স্বপনে। ধু
সু সোমবারে শুভ নিশি গো সখী আশিক লোকে জানে।
এগো রে নিশিতে স্বর্ণচন্দ্র হেরিয়াছি নয়নে গো।
সুখ লাবণ্য রসের ভরা গো সখী কটাক্ষ নয়নে।
এগো অবলার মন কাড়িয়া নিল সুর-ললিত বচনে গো।
শারদ শশী নায় তুলনা গো সখী সেরূপ সামনে।
পাগল মিয়াধনে বলে বাহুবান্ধ্য সে রাঙ্গা চরণে গো।