আজু কি শোভা হইল মধুর বৃন্দাবনে।
চাঁদের উপরে চাঁদ বদনে বদনে।।
চাঁদের উপরে চাঁদ বদন পরে শশী।
হেরি অপরূপ দেখ চাঁদে মেশামিশি।।
অধরে গলিছে কিবা রসের দিপিকা।
তমাল জড়িয়া রইল কনক লতিকা।।
কাজর মিশিল যেন নব গোরচনা।
কানু রাধা শোভা হইল যেন কাঁচা সোনা।।
রাই তো রসের নদী দুকুল পাথার।
বিদগধ রসরাজ খেলয়ে সাঁতার।।
কালিন্দীর জলে শোভা জবা ফুল ।
দোহাকার কিবা রূপ করি সমতুল।।
নরোত্তম দাস বলে চরণ কমলে।
দাসী করি রাখ মোরে অই পদতলে।।