আমার প্রাণ নিলায় কিশোরী, প্রাণ নিলায় কিশোরী। ধু
এ গো তোমার পিরীতের লাগি হইমু দেশান্তরী।।
তোমার কথা উঠিলে মনে রহিয়া রহিয়া ঝুরি, দুঃখ সহিতে না পারি।
এগো কোন রসের রসিক পাইয়া আমায় যাও পাশরী।।
জ্বলিয়া উঠে প্রেমের আনল দাহা দাহা করি, আনল নিবাও দর্শন দান করি।
এগো দর্শনের জল ঢালিয়া দিলে শীতল হইতে পারি গো।।
ছাড়িয়া লাজ ধরছি সাজ পিরীতের ভিখারী, আমি প্রেম ভিক্ষা করি।
ও তোমার প্রেমদানে রাখব প্রাণ ঐ নিবেদন করি গো।।
তোমার প্রেম সরোবরে ভাসল আমার তরী, তুমি হও নাওয়ের কাণ্ডারী।
তোমার নামেতে কলঙ্ক রহিব যদি ডুবিয়া মরি গো।।
মিয়াধনের যত আশা তোমার কেবল জানা, ভবে আর কেও জানে না।
পাইলে চরণ ছাড়মু না কখন বাঁচি কিবা মরি গো।।