আমার কিশোরী কিছু না জানয়ে
বঞ্চিব কেমন করি।
সব পাসরিয়া চলিলে ছাড়িয়া
আঁধার গোকুল পুরী।।
এ নব যৌবনী কুলের কামিনী
রমণী এ রস-বালা।
কোথা রাখি লেহ বাঁচাইয়া বাহ
দিয়া যাহ এত জ্বালা।।
কি করিব আর রস পরিপূর
নিবিড় রসের প্রেম।
তা ত্যেজ এমন নবীন কিশোরী
যেন লাখ বান হেম।।
তেজিয়া গোকুল নাগরী সকল
মথুরা গমন এবে।
তা সভা তোমার মনেতে পড়িল
সে নব কৈশোর লোভে।।
নিঠুর না হও এ গোপ গোপিনী
মরিব তোমা না দেখি।
স্ত্রীবধ পাতকী ভয় না গণহ
শুনহ কমল-আঁখি।।
যে জনা না জীয়ে যাঁহা না দেখিলে
কেমনে জীবই সে।
চণ্ডীদাস বলে কাতর হইয়া
এ কথা জানয়ে কে।।