আমার জালর ঘাটে নিল না নিল না মনোবাসনা পূর্ণ হইল না।।
কলসী লইয়া কাঁখে কালা কালা করি ডাকে। কলঙ্কী রাধিকার পানে শ্যাম চান্দে চাইল না।।
পন্থে ছিলাম দাঁড়াই আমি কালায় সঙ্গে নিব বলি। পন্থে ছাড়ি গেল আমায় প্রাণে কেন মাইল না।।
উদাসী তস্নায় বলে বসি আজি বড় চতুলে। কালা কালা ডাকি মরি কালা চান্দ আইল না।।